নিজস্ব প্রতিবেদক: যশোরে এক কেজি গাঁজাসহ রিপন তরফদার (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
যশোরে বিদেশি পিস্তল, গুলি ও চাকুসহ যুবক আটক
আটক মাদক ব্যবসায়ী রিপন তরফদার সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার বাসিন্দা।
ডিবি যশোরের এসআই নুর ইসলাম জানান, জব্দকৃত আলামতের মুল্য অনুমান ৩০ হাজার টাকা। এ সংক্রান্তে যশোর কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
স্বাআলো/এস