নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক দুইটি অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এই ঘটনায় পুলিশ তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুইটি মামলা দিয়ে সোমবার (২৯ জুলাই) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার মৌসুমী খাতুন ও যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার কাজী সুমন।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুলাই) চাঁচড়া গোলদারপাড়ার নুর ইসলামের চায়ের দোকানের সামনে থেকে মৌসুমী খাতুনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে কোতোয়ালী থানার এসআই জয়ন্ত সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শহরের বকচর এলাকা থেকে কাজী সুমনকে দেড়শো গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
স্বাআলো/এস