নিজস্ব প্রতিবেদক: যশোরে ঘোপ জেল রোড থেকে ৬০ পিস ইয়াবাসহ শাহজামাল হোসেন দীপু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
মঙ্গলবার (১ অক্টোবর) পৌরসভার ঘোপ জেল রোডের বসতবাড়িতে থেকে তাকে আটক করা হয়।
আটক দীপু যশোর পৌরসভার ঘোপ জেল রোড এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক কারবারি শাহজামাল হোসেন দীপু আটক করা হয়। আমাদের কাছে খবর ছিলো শাহজামাল হোসেন দীপু দীর্ঘদিন ধরে মাদক কারবারি চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
স্বাআলো/এস