জেলা প্রতিনিধি, নড়াইল: মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে ১০০ বোতল ফেনসিডিলসহ শাহাবুদ্দিন ইসলাম (৩১) ও আল মিরাজ (১৯) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন- শাহাবুদ্দিন ইসলাম (৩১) চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পৌরসভা এলাকার বাসিন্দা এবং আল মিরাজ (১৯) একই থানার অর্ন্তগত দৌলতগঞ্জ পাড়ার বাসিন্দা।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১০ জানুয়ারি গভীর রাতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহাদারা খান পিপিএমের তত্ত্বাবধানে এসআই টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ নড়াইল জেলার সদর থানা পৌরসভার এলাকার গোচর উপজেলা ভূমি অফিসের মূল গেটের সামনে অভিযান চালিয়ে নড়াইল হতে মাগুরাগামী পাঁকা রাস্তার উপর হতে শাহাবুদ্দিন ইসলাম (৩১) ও আল মিরাজকে (১৯) আটক করা হয়।
এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
স্বাআলো/এস