পটুয়াখালীতে ২ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক।

প্রথম জন কে আটক করা হয় পৌরসভার টাউন জৈনকাঠীর ২নং বাঁধঘাটের পাকা রাস্তার পাশে গোডাউনের সামনে হইতে সাত মাদক মামলার আসামি টাউন জৈনকাঠী ১নং ওয়ার্ড এর রফিকুল ইসলাম মুরাদ (৩২) এবং অপর জন হলো চার মামলার আসামি মৌকরন ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বেল্লাল গাজী (৩৭)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ০৫ এপ্রিল (শুক্রবার) রাতে পটুয়াখালী জেলার পুলিশ সুপার সাইদুল ইসলাম,এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা একেএম আজমল হুদার নেতৃত্বে পটুয়াখালী সদর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী থানার পটুয়াখালী পৌরসভা থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫০(দুইশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য অনুমান ৭৫,০০০/-(পচাঁত্তর হাজার) টাকা । ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা একটি মাদক মামলা রুজু করা হয়।

স্বাআলো/এস