খুলনা বিভাগ

বাগেরহাটে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

| March 31, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোরেলগঞ্জ উপজেলার অবৈধ কতিথ মাদকেরহাট ‘বয়রাতলা’ এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে।

অভিযানকালে অবৈধ মাদকদ্রব্যের পাইকারী বিক্রেতা মালা বেগম (৩৫) ও তার স্বামী সুমন শেখ (৪২) আটক হয়েছে।

এ সময় যদিও তাদের নিকট থেকে তাৎক্ষনিক পুলিশ ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন থানার একটি বড় বহর নিয়ে শনিবার (৩০ মার্চ) বিকেলে আকস্মিকভাবে বয়রাতলায় মাদক বিক্রেতাদের আকড়ায় অভিযান চালান।

এ বিষয়ে থানার (ওসি) সামসুদ্দিন বলেন, পেশাদার কিছু মাদক বিক্রেতা বয়রাতলা এলাকায় নিয়মিত কেনাবেচার আসর জমায় এমন সংবাদের ভিত্তিতে শনিবার সেখানে অভিযান চালানো হয়। এতে মালা বেগম ও তার কথিত স্বামী সুমন শেখ গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় এই দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হয়েছে।

থানার সেকেন্ড অফিসার এসআই মিঠুন খান বলেন, অবৈধ মাদকের ডিলার আটক মালা বেগমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মোরেলগঞ্জ থানায় এর আগে ১১টি ও স্বামী সুমনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

স্বাআলো/এসআর

Shadhin Alo