কালীগঞ্জে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

| November 30, 2023

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বারোবাজার এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন করার অভিযোগে দুইজনকে ছয় মাস ও বিনাশ্রমে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, বারোবাজার এলাকার গাঁজা ব্যবসায়ী আনোয়ার হোসেন ও গাঁজা সেবনকারী একই এলাকার আরব আলী।

উপজেলা সহকারী কমিশনার হাবিবুল্লাহ হাবিব জানান, উপজেলার বারোবাজার রেলগেট এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে বারোবাজার ফাঁড়ির পুলিশ গাঁজা বিক্রি ও সেবনকালে দুইজনকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেয়া হয়।

তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply