পটুয়াখালীতে ঈদ উপহার বিতরণ

| March 30, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পবিত্র মাহে রজমান উপলক্ষে পটুয়াখালী খেলোয়াড় কল্যাণ সমিতি‘র ঈদ উপহার , দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) পটুয়াখালী খেলোয়াড় কল্যাণ সমিতি‘র আয়োজনে জেলা স্কাউট ভবন মিলনায়তনে ঈদ উপহার , দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী খেলোয়াড় কল্যাণ সমিতি‘র সভাপতি বাবুল বার্নাজী, সহ-সভাপতিসাইদুর রহমান, জামাল হোসেন মোতাহার ,সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন কোষাধ্যক্ষ মঞ্জুর মোর্শেদ,সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ,উপদেষ্টা পরিষদের সভাপতি শহীদুল হক সেলিম,এ কে এম হেমায়েত উদ্দিনসহ পটুয়াখালী খেলোয়াড় কল্যাণ সমিতি‘র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পটুয়াখালী খেলোয়াড় কল্যাণ সমিতি‘র আয়োজনে ৩০জন সদস্যদের মাঝে ঈদ উপহার মাসগ্রী দুধ, পোলাউর চাল,চিনি,সেমাই,বুট এবং চিড়া বিতরণ করা হয়।

স্বাআলো/এস