নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমাদের এই দেশের মানুষ সবসময় নির্বাচনকে উৎসব হিসেবেই দেখে। এবারো দেখা যাচ্ছে যে কিছু রাজনৈতিক দলের বিরোধীতা সত্ত্বেও ইতোমধ্যে মানুষ উৎসবে মেতে উঠেছে। এই পরিস্থিতিতে নির্বাচনটাকে আরো অধিকতর গ্রহণযোগ্য করার জন্য এবং এই উৎসবের আমেজটাকে আরো বৃদ্ধি করার জন্য দল থেকে কৌশলগতভাবে আমাদের কিছু সিদ্ধান্ত আছে। সেই ক্ষেত্রে নির্বাচনে যাতে প্রত্যেকটি এলাকায় একাধিক প্রতিদ্বন্দী প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারে এবং জনগণ যেন ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন সেই সুযোগ করে দেয়া হয়েছে। আমি মনে করি এতে নির্বাচনের উৎসবের মাত্রাটা আরো বৃদ্ধি পাবে, এখানে বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দেশে নৌকা ভার্সেস আওয়ামী লীগের নির্বাচন হচ্ছে বিএনপি নেতাদের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি যেহেতু নির্বাচনে নেই এবং তারা রাজনৈতিক দল হিসেবেও মানুষের কাছে বিবেচিত হচ্ছে না। তাদের সম্প্রতি কর্মকাণ্ড কোনোটাই রাজনৈতিক নয়। বিএনপি বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তারা এখন সন্ত্রাসী রাজনীতির মধ্যে চলে গেছে। অতএব সন্ত্রাসী কমকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কথাবার্তা আমলে নেয়ারও কোনো যৌক্তিকতা নেই আলোচনার করারও কোনো প্রয়োজন নেই।
দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এতে ইসিকে সরকার প্রভাবিত করবে কিনা এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে বদ্ধ পরিকর। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সব ক্ষমতা দেয়া আছে তারা নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য তাদের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবে।
এর আগে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে কুষ্টিয়ায় পৌঁছালে হানিফকে ফুলের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
স্বাআলো/এসএ