বিদ্যালয়ের টাকা আত্মসাৎ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, মানববন্ধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

বিদ্যালয়ের ১১ জন শিক্ষক শিক্ষক, কর্মচারীরাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন বুধবার (২ অক্টোবর) বিদ্যালয়ে গিয়ে তদন্ত শুরু করেন।

এদিকে, বুধবার দুপুরে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী প্রধান শিক্ষক আবু তালেবের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেছে।

লিখিত অভিযোগে জানা গেছে, আবু তালেব ২০১২ সালে প্রধান শিক্ষক হিসেবে এ বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই শিক্ষক-কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষার্থী বেতন, উপবৃত্তি ও টিউশন ফিসহ নানা তহবিলের ২০ লাখ টাকা , ল্যাপটপ, হোয়াইট বোর্ডসহ নানা উপকরণ আত্মাসৎ করেছেন। তিনি গত ১২ বছরে বিভিন্ন তহবিলের ৩২ লাখ ২৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফি বাবাদ ৯ লাখ টাকা, মার্কশিট, প্রশংসাপত্র ও প্রবেশপত্র, সার্টিফিকেট বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত আট লাখ টাকা, উপবৃত্তি বাবদ দুই লাখ, উপবৃত্তির পিন কোড দিয়ে শিক্ষার্থী-অভিভাবকের কাছ থেকে দুই লাখ টাকা, ২০১৪ সালে ভুয়া ভাউচার দেখিয়ে ২১ হাজার টাকা, ২০২৪ সালের ৮ম-৯ম শ্রেণী পর্যন্ত রেজিষ্ট্রেশন বাবদ ৮৭ হাজার ৫০০ টাকা, শিক্ষার্থী ভর্তি ফি বাবদ ৬-১০ শ্রেণী (২ বছরের) দুই লাখ টাকা, টিউশন ফি বাবদ দুই লাখ ৫০ হাজার টাকা। তিনি শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে তার পক্ষের শিক্ষকদের সপ্তাহে ৯-১০ টি পিরিয়ড আর প্রতিপক্ষের শিক্ষককে ৩০-৩২টি ক্লাস দিয়ে হয়রানি করেন। তিনি বিদ্যালয়ের সকল ধরনের আয়ের টাকা নিজে গ্রহন করে আত্মাসাৎ করেন, শিক্ষকদের উচ্চতর স্কেল দেয়ার জন্য মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন, শিক্ষার্থী ভতি বাবদ ৭৫০ থেকে এক হাজার টাকা নেন, এসএসসি পরীক্ষার ফরম পূরনে দেড় হাজার টাকা করে অতিরিক্ত গ্রহন করেন আবার প্রবেশপত্র বিতরণকালে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা নেন। গরিব, মেধাবী ও ক্লাসে উপস্থিতির উপর ভিত্তি করে সরকার শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে থাকে কিন্তু এসব বিষয় বিবেচনায় না রেখে আর্থিক লেনদেনের মাধ্যমে নিজের ইচ্ছা মতো উপবৃত্তি দিয়ে থাকেন। এছাড়াও, তিনি শিক্ষক-কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক (তুই-তুকারি) করেন। শিক্ষক-কর্মচারীদের বিএড ও উচ্চতর স্কেল দেয়া জন্য মোটা অঙ্কের ঘুষ দিতে বাধ্য করা হয় সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে উচ্চতর স্কেল করার জন্য ৫০ হাজার, বিলকিস নাহারের কাছ থেকে ৩৭ হাজার, আফরোজা বেগমের কাছ থেকে বিএড স্কেল করাতে ৩০ হাজার, ধর্মীয় শিক্ষক মাওলানার ইব্রাহিমের কাছ থেকে ১২ হাজার টাকা নেন। টাকা দিতে অস্বীকার করলে তাকে নানাভাবে হয়রানি করা হয়। টাকা না দেয়ায় ২০২৪ সালের জানুয়ারি মাসে সহকারি শিক্ষক অনিমেশ চন্দ্র সরকারের ১৫ দিনের বেতন কর্তন করা হয়।

তিনি ১০ বছরেও ম্যানেজিং কমিটির কোনো সভা করেননি। রেজুলেশন খাতায় আলোচ্য বিষয় না লিখে শিক্ষক প্রতিনিধিদের অনেকগুলো স্বাক্ষর একসাথে দিতে বাধ্য করেন। শিক্ষক ও কর্মচারীদের বেতন সীটে প্রতি মাসে স্বাক্ষর নেয়ার কথা থাকলেও প্রধান শিক্ষকের রক্তচক্ষুর রোষানলে ১২ মাসের স্বাক্ষর একসাথেই দিতে হয়। প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না, শ্রেণী কক্ষে পাঠদানে অংশগহন করেন না, শিক্ষক হাজিরা থানায় একসাথে অনেকগুলো স্বাক্ষর ও অযৌতিক কারণ দর্শান।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আবু তালেব জানান, কেউ অভিযোগ দিতেই পারে। যাদের কাছে অভিযোগ দিয়েছে তারা তদন্ত করে দেখেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজলা নির্ভাহী অফিসার ইফফতা আরা জামান উর্মি জানান, শিক্ষকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খান বুধবার দুপুরে বিদ্যালয়ে তদন্তে গেলে অভিযোগকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা অভিযুক্ত প্রধান শিক্ষক আবু তালেবের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

প্রেসক্লাব চৌগাছার সভাপতি জাফর, সম্পাদক আজিজুর

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের প্রেসক্লাব চৌগাছার দ্বিবার্ষিক কমিটি গঠন...

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...