২৮২ রানে থামলো ইংল্যান্ড

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গত আসরের রানার্স আপ নিউজিল্যান্ডের বিপক্ষে জো রুট ও জস বাটলার।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ইংলিশদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। আগে ব্যাট করতে নেমে জস বাটলারের দল জো রুটের ৭৭ রানের ইনিংসে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রানের সংগ্রহ গড়েছে।

ইংল্যান্ডের হয়ে আজ ব্যাটিং ইনিংসের সূচনা করেন দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান। এ দুজন মিলে কিউই বোলারদের বিপক্ষে দেখেশুনেই খেলা চালিয়ে যাচ্ছিলেন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দুই ওপেনার মিলে গড়েন ৪০ রানের জুটি।

তবে ইংল্যান্ডের এ জুটি ম্যাট হেনরির আঘাতে আর বেশি দূর এগোতে পারেনি। অষ্টম ওভারে হেনরির বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন মালান। আউট হবার আগে ২৪ বল খেলে করেছেন ১৪ রান। ইংলিশ এই ওপেনার সাজঘরে ফেরার পর ক্রিজে বেয়ারস্টোর সঙ্গী হন জো রুট।

মালান সাজঘরে ফেরার পর বেয়ারস্টোর সঙ্গে জুটি গড়ার পথে ছিলেন রুট। তবে এ জুটি স্থায়ী হয়নি। বেয়ারস্টো ফিরে যান স্যান্টনারের বলে ডেরিল মিচেলের ক্যাচ হয়ে। সাজঘরে ফেরার আগে ইংলিশ এই ওপেনার ৪ চার এবং ১ ছয়ে করেছেন ৩৩ রান।

তৃতীয় উইকেট জুটিতে ক্রিজে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন হ্যারি ব্রুক। এই টপ অর্ডার ব্যাটার দ্রুত রান তুলতে গিয়ে রাচিন রবীন্দ্রর ঘূর্ণি জালে আটকা পড়েন। ১৬ বলে ২৫ রান করে দলীয় ৯৪ রানের সাজঘরে ফিরেন তিনি। এরপর ক্রিজে রুটের সঙ্গী হন মইন আলী। তবে তিনিও আজ পারেননি দলের হাল ধরতে। রুটের সঙ্গে ২৪ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১১ রানেই সাজঘরে ফিরেন তিনি।

এদিকে একপ্রান্তে যাওয়া আসার খেলার চললেও অপরপ্রান্ত ঠিকই আগলে রেখেছেন রুট। দেখেশুনে খেলে ঠিকই তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত অর্ধশতক। মইন ফেরার পর মাঠে আসা অধিনায়ক জস বাটলারের সঙ্গে গড়েছেন ৭০ রানের জুটি। এ জুটি গড়তে আজ রুটকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইংলিশ কাপ্তান। ছিলেন ব্যক্তিগত অর্ধশতকের পথে। তবে ফিফটি থেকে সাত রান দূরে থাকতেই হেনরির বলে লাথামের ক্যাচ হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

এরপর আজ ইংল্যান্ডের হয়ে আহ আর ব্যাট হাতে হাল ধরতে পারেননি আর কেউই। ওদিকে এবারের আসরে প্রথম ফিফটি তুলে নেয়ার রুটও থেমেছেন ৭৭ রানেই। ৮৬ বলে ৪ চার এবং ১ ছয়ে এ রান করেছেন তিনি। তার এই ম্যাচ বাচানো ইনিংসেই শেষ পর্যন্ত ইংল্যান্ড থেমেছে ২৮২ রানে। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট বিয়েছেন ম্যাট হেনরি।

স্বাআলো/এসএস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান তোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের...

আমরা যুদ্ধাবস্থায় আছি: প্রধান উপদেষ্টা

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ...

যশোরে সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামের...

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...