বৃক্ষ রোপণ মৌসুমে বৃক্ষের সাথে শত্রম্নতা

সম্পাদকীয়: মানুষ যেন ক্রমেই সহিসতার দিকে এগিয়ে যাচ্ছে। স্নেহ-মমতা, সম্মান-শ্রদ্ধা, সৌহার্দ -সম্প্রীতি আগে যা ছিলো এখন তা আর নেই। কিছু থাকলেও তা সীমিত হয়ে এসেছে। মানুষের আচরণ ভালো বলে মানবিক বলা হয়, আর পশুর আচরণ খারাপ বলে পাশবিক বলা হয়। কিন্তু সাম্প্রতিক কালে মানুষ যে হারে হিংসাত্মক আচরণ শুরু করেছে যা বন্য পশুর মধ্যে নেই। এখন নিষ্ঠুরতাকে মানবিক বলার সময় এসেছে বলে মনে হয়। এত আগে মাঝে মধ্যে শোনা যেত মানুষের ওপর মানুষের অত্যাচার নির্যাতনের কথা। এখন নতুন করে শোনা যাচ্ছে গাছ-গাছালি ওপর নিষ্ঠুর আচরণের কথা।

বৃক্ষ রোপণ মৌসুমে বৃক্ষের সাথে শত্রতার একটি ঘটনা ঘটেছে। পানি উন্নয়ন বোর্ডের রোপিত গাছের চারার মধ্যে এক হাজার চারা গত ৮ জুলাই উপড়ে ফেলেছে দুর্বৃরা। গণমাধ্যমে এ খবরটি প্রকাশিত হয়েছে। এই সমাজে একে অপরের সাথে দ্ব›দ্ব থাকতেই পারে। কিন্তু এমন কিছু করা ঠিক নয় যাতে সীমা লংঘন হয়। আজ যার সাথে দ্ব›দ্ব, কাল তার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠতেই পারে। সাময়িক মনোমালিন্যেও কারণে প্রতিশোধ পরায়ন হওয়া কোনো ক্রমেই সভ্য সমাজের আচরণ হতে পারে না। তার ওপর গাছেরওপর শত্রম্নতা তো আর এক জঘন্য আচরণ। গাছ বাকহীন শুধু নয়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পাওে না। সারা জীবন এক জায়গায় দাঁড়িয়ে থেকে প্রাণিকুলের সেবা দিয়ে যায়। একটি গাছ শুধু মানুষকে উপকার করে না নয়। পৃথিবীর সব কিছু গাছের কাছ থেকে পায়, গাছ কারো কাছ থেকে কিছু নেয় না। পরিবেশের ভারসাম্য রক্ষা করা গাছের অন্যতম কাজ। সেই গাছের সাথে যারা শত্রম্নতা করে তারা কখনই সভ্য মানুষের অন্তর্ভূক্ত হতে পারে না। গাছ হন্তারকরা হেন অপরাধ নেই যা তারা করতে দ্বিধাবোধ করবে।

বেসরকারি হাসপাতালে কি ভুল চিকিৎসা হয়েই যাবে?

প্রশাসন বলেছে, গাছ ধ্বংসকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া নেয়া হবে। এমনিতেই বৃক্ষ নিধন করা আইনত দন্ডনীয় অপরাধ। গাছের যারা শত্রম্ন তারা সমাজের যে স্তরের বা পর্যায়ের হোক না কেনো তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি সব মহলের। তাহলে এমন ধরনের অপরাধের বেড়ে যাবে। অপরাধের মাত্রা একবার সীমা ছাড়ালে তা আর নিয়ন্ত্রণে আনা যাবে না।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় পুকুর থেকে ৩৪ পিস হাসুয়া উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুকুর থেকে ৩৪ পিস...

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের, লংমার্চের হুঁশিয়ারি

ঢাকা অফিস: পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি...

যশোরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিয়া মঞ্চের সভাপতি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রাজনৈতিক অঙ্গনে...