Uncategorized

পটুয়াখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

| March 13, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলা প্রশাসন ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), পটুয়াখালীর উদ্যোগে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তার স্বার্থ সংরক্ষণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি প্রফেসর আঃ সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শাহ শোহাইব মিয়া, ক্যাব পটুয়াখালী জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক, ক্যাব বরিশাল বিভাগীয় সম্পাদক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া, সভাপতি পটুয়াখালী প্রেস ক্লাব জাফর খান, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ অন্যান্য সকল দফতর ও অধিদফতরের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।

ব্যবসা করতে হলে লিখিত কাগজ থাকতে হবে। কথা-কথি হবে না, লেখা-লেখি করতে হবে না হয় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হবে।

স্বাআলো/এসআর

Shadhin Alo