জাতীয়

স্টিল মিলের গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৫

| October 14, 2023

নারায়ণগঞ্জে স্টিল মিলের গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় শারমিন স্টিল লিমিটেডে এ দুর্ঘটনা সংঘটিত হয়।

দগ্ধরা হলেন- জাকারিয়া (২২), মোজাম্মেল (৩০), ইকবাল (২৬), সাইফুল (৩০) ও শরিফুল (২৫)।

স্থানীয়রা জানান, কারখানাটির একটি রুমে দগ্ধ পাঁচ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে চারটার দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে ওই পাঁচজন দগ্ধ হন। দ্রুত তাদের গায়ে জ্বলে যাওয়া আগুন নিভিয়ে হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া পাঁচজন দগ্ধ হওয়ার খবর নিশ্চিত করে জানান, তাদের অবস্থা গুরুতর।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply