সাতক্ষীরায় অবৈধ পলিথিন তৈরির দুইটি কারখানা সিলগালা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলায় টাস্কর্ফোসের অভিযানে দুইটি কারখানায় তল্লাশি চালিয়ে নিষিদ্ধ পলিথিন তৈরির কাঁচামাল হিসেবে পিপি প্যাকেট ১৪ বস্তা, পিপি দানা প্যাকেট ১২৮ বস্তা জব্দ করাসহ দুইটি পলিথিন তৈরির মেশিনসহ ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় দুইটি পলিথিন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ফ্যাক্টরি মালিকের একজনকে ১৫ দিনের এবং অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট সদর থানার কুলিয়াদাড় এলাকার ফজলুর রহমান ও সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের আব্দুর রাজ্জাক।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় কিছু অসাধু ব্যক্তি দু’টি পলিথিন ফ্যাক্টরিতে অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি, পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোসের সদস্যরা রোববার সন্ধ্যা ৬টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা তিন ঘন্টা অভিযান পরিচালনা করে উক্ত দুইটি ফ্যাক্টরি হতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরীর কাঁচামাল হিসেবে পিপি প্যাকেট ১৪ বস্তা, পিপি দানা প্যাকেট ১২৮ বস্তা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬(ক) লঙ্ঘন করায় ধারা ১৫ (১) মোতাবেক যথাক্রমে মোঃ ফজলুর রহমানকে ১৫ দিন এবং আব্দুর রাজ্জাককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় দুইটি পলিথিন তৈরির মেশিনসহ কারখানা সিলগালা করা হয়। দণ্ডিত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য ১৫ লাখ ৩৯ হাজার টাকা।

টাস্কফোর্সের অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান, সাতক্ষীরা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামের সাথে ১৫ জন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডিত ব্যক্তিদেরর সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ১৫ লাখ ৩৯ হাজার টাকা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...