ঢামেকে ভুয়া চিকিৎসক আটক

ঢাকা অফিস: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে রিপা আক্তার (২২) নামের এক ‘ভুয়া নারী চিকিৎসক’কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে তাকে আটক করেন আনসার সদস্যরা।

বাগেরহাটে সিজারের পর চিকিৎসক না থাকায় প্রসুতির মুত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আনসার প্লাটুনের কমান্ডার (পিসি) মিজানুর রহমান বলেছেন, আমি পরিচালক মহোদয়ের ওখানে ডিউটিতে ছিলাম। তখন আমাদের নারী আনসার সদস্য লুৎফা বেগমের মাধ্যমে জানতে পারি, অ্যাপ্রোন পরা একজন নারী গাইনি ওয়ার্ডে ঘোরাফেরা করছেন। এতে আমাদের সন্দেহ হয়। তখন আমার ফোর্স নিয়ে ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন বলে দাবি করেন। এখানে কেন এসেছিলেন, জানতে চাইলে ওই নারী বলেন, আমার বন্ধুর মা ডায়াবেটিসে আক্রান্ত। তিনি এখানে চিকিৎসার জন্য আসবেন। এটা গাইনি ওয়ার্ড, এখানে কেন ডায়াবেটিক পেশেন্ট আসবেন? পরে শাহবাগ থানাকে খবর দেয়া হয়। উপ-পরিদর্শক (এসআই) সানারুল হক তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।

আরো ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

পরে রিপা আক্তার সাংবাদিকদের বলেছেন, আমি নিউ মার্কেট থেকে অ্যাপ্রনটি কিনেছি। আমাদের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বউলতলী গ্রামে। আমার বাবা মৃত কাজি সিকদার। বর্তমানে কামরাঙ্গীরচরে একটি ভাড়া বাসায় থাকছি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...