সিলেট বিভাগ

দুই উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ, ভুয়া স্লোগান

সিলেট ব্যুরো সিলেট ব্যুরো | June 14, 2025

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বালু ও পাথর শ্রমিকরা। এসময় শ্রমিকরা গাড়ি ঘিরে ধরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয়।

শনিবার (১৪ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)’ পরিদর্শন শেষে ফিরছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে জাফলং এলাকায় শ্রমিকরা তাদের গাড়িবহর ঘিরে ফেলে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা স্লোগান দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে পুলিশ সদস্যদের তাদের নিবৃত্ত করার চেষ্টা করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, পরিবেশ উপদেষ্টা কর্তৃক পাথর উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়ে মন্তব্যের জেরেই এই বিক্ষোভ।

সবশেষ পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে উপদেষ্টাদের গাড়িবহরকে গন্তব্যে পৌঁছে দেয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। প্রায় সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউজে পৌঁছেছেন।

গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, উনাদের গাড়ি অনেক আগেই জাফলং ছেড়ে চলে গেছে।

এর আগে জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে, এমন জায়গা থেকে আর পাথর উত্তোলনে অনুমতি দেওয়া হবে না। জাফলং যেহেতু ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’, তাই এখানে পাথর উত্তোলনকারীদের পরিবেশবান্ধব পর্যটনের বিকাশের জন্য বিকল্প কর্মসংস্থানের বিষয়টি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাদের বিক্ষোভ পাথর উত্তোলন বন্ধের আশঙ্কার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo