নায়িকা নুসরাত ফারিয়া আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ের একটি মামলার সূত্রে তাকে আটক করা হয়।
রবিবার (১৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতির সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
এরপর তাকে রাজধানীর ভাটারা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-নিপুণ-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলা ভাটারা থানায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে তিনি আওয়ামী লীগকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এই মামলায় তাকে আসামি করা হয়েছে।
নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। ঢাকা পোস্টকে তিনি জানান, যেহেতু ভাটারা থানায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে, তাই ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, ফারিয়াকে বর্তমানে আটক রাখা হয়েছে। মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে, সেটি পর্যালোচনা করার পর তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তিনি আটক আছেন।
স্বাআলো/এস