বিনোদন

মনে ভয় কাজ করছে, কখন কী হয়!

| July 29, 2024

বিনোদন ডেস্ক: মাঝে বেশ কিছুদিন বিরতি দিয়ে আবারও নাটকে সরব হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। শুধু তাই নয়, এরইমধ্যে ওয়েব সিরিজ এবং সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি দুইটি সিনেমার শুটিং শেষ করেছেন ইরফান। পাশাপাশি হাতে রয়েছে তার একাধিক নাটকের কাজ।

তবে কোটা সংস্কারের আন্দোলনের প্রভাব পড়েছে ইরফানের কাজেও। গত ১৬ জুলাই থেকে দেশের পরিস্থিতি উত্তাল হওয়ার পর অনেক নাটকের শুটিং বাতিল করেন অভিনয়শিল্পীরা। সেই তালিকায় ছিলেন সাজ্জাদও।

তবে কারফিউ শিথিল হওয়ার পর আবারো শুটিংয়ে ফেরা শুরু করেছেন অনেকেই। ইরফানও শুরু করেছেন নতুন একটি নাটকের শুটিং। যদিও এমন অবস্থায় শুটিং করা নিয়ে শঙ্কায়ও রয়েছেন এই অভিনেতা।

ইরফান বলেন, ‘নাটকের শুটিং শুরু করলেও মানসিকভাবে কাজের মধ্যে নেই। মনে ভয় কাজ করছে, কখন কী যেন হয়। আউটডোরে শুটিং করলেও পাবলিক প্লেসে যাচ্ছি না। লোকেশন নিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে নির্মাতাকে। আশা করছি, শিগগিরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

স্বাআলো/এস/বি

Debu Mallick