যশোরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

| December 1, 2023

যশোরে ২২ বোতল ফেনসিডিলসহ আসমা খাতুন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আসমা খাতুন শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক চেকপোস্ট এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে আসমা খাতুনকে আটক করা হয়। পরে আসমা খাতুনের দেহে তল্লাশি চালিয়ে কোমরে কাপড় দিয়ে মোড়ানো ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।

স্বাআলো/এস

Leave a Reply