চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় রবি মৌসুমে প্রণোদনার সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কষি কর্মকর্তা মোসাব্বির হুসাইনের সভাপতিত্বে প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি প্রমুখ।
গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালিন পেয়াজ, মসুর, খেসারি ও ডালের জন্য উপজেলায় মোট পাঁচ হাজার ৮৬০ জনকে প্রণোদনার বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ।
এর মধ্যে হাইব্রিড জাতের শীতকালীন সবজির বীজ ও সার পাবেন এক হাজার ৪০০ জন চাষী। শীতকালীন দেশি সবজির বীজ ও সার পাবেন ৪৯০ জন। গমের বীজ ও সার পাবেন ২৬০ জন, ভুট্রার বীজ ও সার পাবেন ৫০ জন। সরিষার বীজ ও সার পাবেন তিন হাজার ৩০০ জন, বাদামের বীজ ও সার পাবেন ১২০ জন, পেয়াজ খেসাড়ি ২০ জন এবং আঢ়হের বীজ ও সার পাবেন ৩০ জন চাষী।
স্বাআলো/এস
