খেলাধুলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | June 12, 2025

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের নারী ফুটবলের সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে পাঁচ ধাপ এগিয়ে ১২৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত মার্চে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩তম। বুধবার (১২ জুন) প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে এই উন্নতি হয়েছে।

মে মাসে জর্ডানে অনুষ্ঠিত ফিফা উইন্ডোতে বাংলাদেশ একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল। সেখানে স্বাগতিক জর্ডান (বর্তমান র‌্যাঙ্কিং ৩৯) এবং ইন্দোনেশিয়ার (বর্তমান র‌্যাঙ্কিং ৫৯) মতো ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলের বিপক্ষে রুখে দিয়ে ড্র করতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এই ড্রয়ের ফলে বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে, যা র‌্যাঙ্কিং টেবিলে তাদের ৫ ধাপ এগিয়ে যেতে সাহায্য করেছে।

নারী ফুটবলের পরবর্তী র‌্যাঙ্কিং আগামী ৭ আগস্ট প্রকাশ করা হবে। এর আগে বাংলাদেশ মিয়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান নারী বাছাই টুর্নামেন্টে অংশ নেবে। এই টুর্নামেন্টে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের সাথে এক গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান নারী বাছাইপর্বে ভালো ফলাফল করতে পারলে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে আরও ইতিবাচক প্রভাব পড়বে এবং প্রথমবারের মতো ১১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করার সুযোগ তৈরি হবে।

এদিকে, ফিফা নারী র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। শীর্ষ পাঁচে তাদের পরেই আছে যথাক্রমে স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড। এবারের র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিশরের এবং সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। শীর্ষ দশেও কয়েকটি পরিবর্তন এসেছে; ব্রাজিল চার ধাপ এগিয়ে চার নম্বরে এবং ইংল্যান্ড এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে। জাপান দুই ধাপ পিছিয়ে সাতে, কানাডা এক ধাপ পিছিয়ে আটে এবং ফ্রান্স এক ধাপ এগিয়ে দশ নম্বরে উঠে এসেছে।

স্বাআলো/এস

Shadhin Alo