ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান, তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে ঘিরে আলোচনা যেন থামছেই না। বিশেষ করে এই দুই চিত্রনায়িকার নানা কর্মকাণ্ড প্রায়শই সংবাদ শিরোনাম হচ্ছে।
ভালোবেসে ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান, যা পরে প্রকাশ্যে আসে এবং ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালে শবনম বুবলীর সঙ্গে তার বিয়ের গুঞ্জন ওঠে এবং পরে শাকিব নিজেই বুবলীর সঙ্গে বিয়ে ও সন্তানের খবর নিশ্চিত করেন। তবে সেই সংসারও এখন আর নেই বলে জানা যায়। শাকিবের দুই সংসারেই দুজন পুত্র সন্তান রয়েছে, যে কারণে তিনি দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই কমবেশি যোগাযোগ রাখেন এবং সন্তানদের সময় দেয়ার চেষ্টা করেন।
তবে শাকিবকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ‘কাদা ছোড়াছুড়ি’ প্রায়শই দেখা যায়। একে অপরকে ইঙ্গিত করে তাদের দেওয়া পোস্টগুলো ভক্তদের মাঝেও আলোচনার জন্ম দেয়।
শাকিব-অপু একসঙ্গে ঘুরছেন, ভিডিও ভাইরাল
সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ঢাকার একটি শপিংমল থেকে তারা সন্তান আব্রাম খান জয়কে নিয়ে একসঙ্গে বের হয়ে আসছেন।
শাকিব-অপুর এই ভিডিও ভাইরাল হওয়ার পরপরই শবনম বুবলী শাকিব খানের সঙ্গে তার ও সন্তান শেহজাদ খান বীরের কেক কাটার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন। ছবিগুলো প্রায় ৩ মাস আগে তোলা। অনেকেই মনে করেন, শাকিব-অপুর ভাইরাল ভিডিওর রেশ ধরেই বুবলী হয়তো পারিবারিক মুহূর্তের পুরোনো ছবিগুলো প্রকাশ করেছেন।
এই বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস মন্তব্য করেছেন। তিনি জানান, বুবলীর এসব কর্মকাণ্ড দেখে শাকিব নাকি তাকে শান্তনা দেন এবং এসব নিয়ে বেশি না ভাবার পরামর্শ দেন।
অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, শাকিব তাকে বলেন, “তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কী সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো।” শাকিবের এমন কথায় তিনি চুপ থাকতে উৎসাহিত বোধ করেন এবং প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করেন না বলেও জানান অপু।
জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে: বুবলী
এ সময় বুবলীকে খোঁচা দিয়ে অপু বলেন, সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।
বুবলী বিভিন্ন মাধ্যমে ‘নোংরামি বন্ধ করা দরকার’ বলে মন্তব্য করেছেন উল্লেখ করে অপু বলেন, অথচ সেই নোংরামোর মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছে।
এদিকে, অপু বিশ্বাসের এই মন্তব্যের ব্যাপারে শবনম বুবলীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ভক্তরা ধারণা করছেন, এবার হয়তো বুবলীও মুখ খুলবেন।
স্বাআলো/এস