জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের মালোপাড়ায় কাশফুল মিষ্টি কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকিতে বিভিন্ন অসংগতি ধরা পড়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উৎপল কুমারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বেলা দেড়টার দিকে এ তদারকি পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, কাশফুল মিষ্টির দোকানের কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর, ফ্রিজের মধ্যে অস্বাস্থ্যকরভাবে আগের বিভিন্ন জিনিস সংরক্ষণ করা ছিলো। মিষ্টি রাখা গামলা গুলোতে ছোট বড় তেলাপোকার বাচ্চা, মশা-মাছিসহ বিভিন্ন প্রকার পোকামাকড় পড়ে ছিলো। কারখানার কোন স্যানিটারী লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ, দই-মিষ্টিসহ বিভিন্ন প্রকার খাবার তৈরীর করলেও প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের কোন লাইসেন্স নেই।
চুয়াডাঙ্গায় সফল উদ্যোক্তা সন্মাননা ও নগদ টাকা প্রদান
এ সমস্ত অপরাধের কারণে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী উৎপল কুমারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা এবং ভবিষ্যৎ সংশোধনের জন্য কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে পোকামাকড় মেশানো অস্বাস্থ্যকর মিষ্টি গুলো নষ্ট করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের একদল পুলিশ এ কাজে সহযোগীতা করেন।
স্বাআলো/এস