Uncategorized

বাগেরহাটে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ, সংবাদকর্মী ইমরান গ্রেফতার

| December 4, 2023

বাগেরহাটে জাপান প্রবাসী স্বামীর স্ত্রী এক নারীকে কৌশলে ব্ল্যাকমেইল করে নগদ টাকা আদায় ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দৈনিক মানবকণ্ঠ ও বাংলাটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-ইমরানকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাগেরহাট পৌরসভার মিঠাপুকুর পাড় এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আব্দুল্লাহ আল ইমরান জেলার কচুয়া উপজেলার মঘিয়া গ্রামের বাসিন্দা।

ভিকটিম নারী জেলার মোড়েলগঞ্জ উপজেলার বিষখালী গ্রামের জাপান প্রবাসীর স্ত্রী তার দায়ের করা মামলার এজাহারে জানান, স্বামী বিদেশে থাকায় তার পরিবারের জমি নিয়ে সৃষ্ঠ বিরোধ ইস্যুতে সংবাদ কর্মী ইমরানসহ তার ৪ সহযোগী খবর সংগ্রহের উসিলায় ২০২২ সালে তাদের বাড়িতে যায়। এ সময় ইমরান ওই নারীর মোবাইল ফোন নম্বর নিয়ে আসে। এরপর নানা প্রলোভনে উসিলায় ইমরান মোবাইল করে এবং সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে চতুর ইমরান তার স্ত্রীর জন্য বোরখা ক্রয় করবে বলে ভিকটিম নিয়ে মার্কেটে যায় এবং স্ত্রী পরিচয়ে বোরখা ক্রয় ও পরিয়ে মোবাইলে ছবি ধারণ করে। পরে বোরখা পরা মোবাইলে ধারণ করা ছবি ভিকটিমের স্বামীকে পাঠিয়ে দিবে বলে নানাভাবে ব্ল্যাকমেইল করতে থাকে। পর্যায়ক্রমে ইমরান ওই নারীর কাছ থেকে মোট পাঁচ লাখ ৮ হাজার টাকা নেয়। সর্বশেষ গত ১ নভেম্বর ২০২৩ বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড় এলাকায় ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে ইমরান ভিকটিমের শিশু ছেলের সামনে ভিকটিমকে জোরপূর্বক দুই দফা ধর্ষণ করে এবং আরো অর্থের জন্য হুমকি-ধামকি দিতে থাকে। যা নিয়ে ভিকটিমের সংসারে অশান্তি তৈরি হয়। বিষয়টি জানাজানি হলে টাকা আদায় ও ধর্ষণের বিচারের আশায় সাংবাদিকদের নেতাসহ বিভিন্নজনের কাছে গিয়ে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে বাগেরহাট সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিম ওই নারী।

ভিকটিম ওই নারী জানান, ইমরান বাগেরহাট শহরে তার চাচা বড় সাংবাদিক হওয়ায় তার শেল্টারে থেকে এসব লাম্পট্য করেছে।

এরা সাংবাদিক হওয়ায় স্থানীয়ভাবে কেউ আমাকে সহযোগিতা করেনি বলে জানান ওই নারী।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নারীকে ধর্ষণ করার অপরাধে থানায় দায়ের করা ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারার মামলায় আব্দুল্লাহ আল ইমরান নামে এক আসামিকে সোমবার সকালে শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরের আগেই আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply