জাতীয়

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

| November 30, 2023

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী বৈঠক ক‌রেন তারা।

বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কো‌নো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, শ্রমনী‌তি, অর্থনী‌তিসহ দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাক‌তে পা‌রে।

বৈঠকে উপস্থিত ছিলেন, ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply