জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলা প্রশাসনের উদ্যোগে নবাগত বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রায়হান কাওছার জানান, ৪ লেন সড়ক প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এটি দ্রুত শেষ করার জন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। জেলার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।
তিনি আরো বলেন, উঠে আসা বিভিন্ন সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
সভা শেষে জেলা প্রশাস আগামী ৩০ অক্টোবর শনিবার শহীদদের স্মরণে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। উক্ত সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, কলেজ ও মাদরাসার অধ্যক্ষ ও সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস