ট্রেনে তরুণীকে গণধর্ষণ, আটক ৩

ঢাকা অফিস: সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এছাড়া, দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।

বুধবার (২৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিলো। ভোরে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে।

সাতক্ষীরায় প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ, আটক ৩

চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক তিন জন হলেন, জামাল (২৭), শরীফ (২৮) ও রাশেদ (২৭)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টায় সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার (২৬ জুন) ভোর রাতের দিকে ট্রেনটি লাকসাম জংসন অতিক্রম করার সময় ওই তরুণীকে গণধর্ষণ করে ট্রেনের খাবার সরবরাহকারী এসএ করপোরেশনের কর্মীরা।

খুলনায় গৃহবধূর চোখ-মুখে সুপার গ্লু লাগিয়ে গণধর্ষণ: মূলহোতা গ্রেফতার, অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে রেলওয়ের কেউ জড়িত নয়। ট্রেনে খাবার সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের তিন জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী তরুণী এখন পুলিশ হেফাজতে রয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...