মণিরামপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনায় শুক্রবার (২৬ জুলাই) মণিরামপুর থানায় মামলা হলে তিনজনকে আটক করে পুলিশ।

তারা হলেন, প্রান্ত বিশ্বাস (২২), আশরাফুল ইসলাম (২২) ও শাওন হোসেন (১৯)।

জানা যায়, আটক আশরাফুল সম্প্রতি মালয়েশিয়া থেকে বাড়ি আসেন। আসার পর থেকে ওই ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই জের ধরে ২৬ জুলাই গভীর রাতে ফুসলিয়ে ওই ছাত্রীকে নিয়ে ধুমপান করান আশরাফুল। একপর্যায়ে ওই ছাত্রীর ঝিমুনি এলে নির্যাতন চালানো হয়। এসময় ওই নির্যাতনের ভিডিও ধারণ করা হয়।

এরপর সেই ভিডিও স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দাবি করা হয় টাকা। টাকা না দেয়ায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন অভিযুক্তরা।

এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রীর দাদী মামলা করেন।

পরে মণিরামপুর থানার ওসি (তদন্ত) পলাশ বিশ্বাস ও উপ-পরিদর্শক আতিকুজ্জামানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...