জাতীয়

‘গ্যাসের দাম বৃদ্ধি: বোঝার ওপর শাকের আঁটি’

| February 3, 2025

এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে সীমিত আয়ের দরিদ্র জনগণের ওপর ‘বোঝার ওপর শাকের আঁটি’ চাপিয়ে দেয়ার শামিল বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দলের হয়ে এ উদ্বেগ জানান।

এলপি গ্যাসের দাম ১৯ টাকা বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বৃদ্ধি করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে দরিদ্র জনগণের জীবন ধারণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। উপরন্তু এলপি গ্যাসের দাম ১৯ টাকা বৃদ্ধির ফলে দরিদ্র জনগণের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়লো।

দলটির সেক্রেটারি জেনারেল বলেন, এলপি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়ার আগে সরকারের অবশ্যই সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করা উচিত ছিলো। সরকারের এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের ভোগান্তি ও দুঃখ-কষ্ট আরো বাড়বে।

তিনি আরো বলেন, দেশের সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করে এলপি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

স্বাআলো/এস

Debu Mallick