সাতক্ষীরায় ৮২ লাখ টাকার সোনার বার উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা এলাকা থেকে ৮২০ গ্রাম ওজনের সাত পিস সোনার বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (৩ জুলাই) বৈকারী সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৫১ হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কাথন্ডা এলাকা থেকে এই সোনার বার উদ্ধার করা হয়। তবে এ সময় বিজিবি কাউকে গ্রেফতার করতে পারিনি।

বিজিবির সূত্র জানায়, সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের দায়িত্বশীলরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, বুধবার বিজিবি বৈকারী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৫১ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাথন্ডা এলাকা দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েব সুবেদার শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে দুপুরের দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন কাথন্ডা পাকা রাস্তা দিয়ে মোটরসাইকেল আসা এক ব্যক্তিকে চোরাকারবারী সন্দেহে ধাওয়া করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময়ে আভিযানিক দল ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে পলিব্যাগের মধ্য হতে সাত পিস সোনার বার উদ্ধার করে।

উদ্ধারকৃত সোনার ওজন ৮২০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮২ লাখ ৪৫ হাজার টাকা। এ সময় চোরাকারির ব্যবহারকৃত একটি পুরাতন মোটরসাইকেল (যার মূল্য ৮০ হাজার টাকা) জব্দ করা হয়।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের পূর্বক সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান কালে বিজিবির উপস্থিতি দেখতে পেয়ে চোরাকারবারি তার ব্যবহৃত মোটরসাইকেলসহ সোনার বারগুলো ফেলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি হলে জানান তিনি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...