Uncategorized

নতুন রূপে পালকি হোটেল এন্ড রেষ্টুরেন্টের শুভ উদ্ধোধন

| May 26, 2024

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: নতুন রূপে উন্নত ও সুস্বাধু মানসম্মত পরিবেশে পালকি হোটেল এন্ড রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এ. আলী সুপার মার্কেটের পুরাতন সাধনা হোটেলের স্থানে সম্পূর্ণ নতুন রূপে সাজিয়ে পালকি হোটেল এন্ড রেষ্টুন্টের বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হুসাইন বিপু।

পরে পালকি হোটেল এন্ড রেষ্টুরেন্ট স্বত্ত্বধিকারী মানিক ঘোষ সকলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পালকি হোটেল এন্ড রেষ্টুরেন্ট বীরগঞ্জের মধ্যে ডিজিটাল যুগের ডিজিটাল স্টাইলে ও নতুন করে নতুন রূপে উদ্বোধন করেছি। তিনি আরো বলেন এখানে উন্নত ও সুস্বাদু খাবারের সেবার মান বজায় রেখে সুনাম ও সততার প্রতিষ্ঠানটি পরিচালনা করতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।

এই সময় উপস্থিত ছিলেন এ. আলী সুপার মার্কেটের মার্কেট মালিক ও বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আজগর আলী শাহ্ , সাবেক যুবনেতা ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিপঙ্কর রাহা বাপ্পি, বাংলাদেশ ছাত্রলীগের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ, হাবিপ্রবি’র সহকারি রেজিষ্ট্রার রাশেদ জামান, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Debu Mallick