নেটিজেনরা ভিডিওটিকে হাস্যরস হিসেবে দেখলেও, অনেকেই সতর্ক করছেন যে প্রযুক্তি সবসময় নির্ভরযোগ্য নয়।
একজন ব্যবহারকারী লিখেছেন, “অন্ধের মতো গুগল ম্যাপ অনুসরণ করার আগে চারপাশে তাকানো উচিত।” অন্যরা মন্তব্য করেছেন যে, পর্যটক সম্ভবত ছবি তুলতে গিয়ে পিছলে পড়েছেন।
ভেনিসের ভ্রমণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরে গুগল ম্যাপের বিভ্রান্তিকর নির্দেশনা নিয়ে সতর্ক করে আসছে। শহরের জটিল এলাকা এবং খালের নিকটবর্তী রাস্তা মানচিত্রে পুরোপুরি ফুটে ওঠে না, ফলে অনেক সময় পর্যটকরা হঠাৎ সমস্যার সম্মুখীন হন।
ভ্রমণ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ভেনিস ভ্রমণে গুগল ম্যাপের পরিবর্তে স্থানীয় গাইড, কাগজের মানচিত্র বা শহরভিত্তিক বিশেষ নেভিগেশন অ্যাপ ব্যবহার করাই নিরাপদ।
স্বাআলো/এস
