যশোরে তিন হাজার বস্তা সরকারি সার উদ্ধার, আটক ৩

শহিদ জয়, যশোর: যশোরের অভয়নগর থেকে লোপাট হওয়া তিন হাজার ১৫ অবস্থা সরকারি সার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মিলন হোসেন, অভয়নগর উপজেলার নওয়াপাড়া দক্ষিনপাড়ার আবু বক্কর ও বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের উজ্জল কুমার সাহা।

ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা সাংবাদিকদের বলেছেন, যশোর জেলার অভয়নগরের নভো ট্রেড এন্ড ট্রান্সপোর্ট থেকে সরকারি বিসিআইসি ইউরিয়া সার ফরিদপুর টেপাখোলা বাফার গোডাউনে পাঠানোর জন্য আসামিদের সাথে চুক্তি করেন ওই ট্রান্সপোর্টের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মিল্টন। গত ৩ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৮টি ট্রাকের মাধ্যমে মোট ৩১ হাজার ৩৬০ বস্তা সার পাঠানো হয়। যার মূল্য চার কোটি ৩৯ লাখ চার হাজার টাকা। কিন্তু ৩৩টি ট্রাক গন্তব্যে পৌঁছালেও ১৫টি ট্রাকের সাত হাজার ১৪০ বস্তা সার গৌন্তব্যে না পৌছে আত্মসাৎ করে। যার দাম ৯৯ লাখ ৯৬ হাজার টাকা। এ বিষয়ে ডিবির কাছে অভিযোগ দেয় মোস্তাফিজুর রহমান।

যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে তদন্ত করতে মাঠে নামেন যশোরের ডিবি পুলিশ। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে ডিবি পুলিশের এসআই আবু হাসানের সমন্বয়ে একটি টিম গত ১৩ মার্চ রাতে যশোরের অভয়নগর থানাধীন ভাঙ্গাগেট এলাকা মিলন হোসেন ও আবু বক্কারকে আটক করেন। পরে তাদের স্বীকারোক্তিতে ১৪ মার্চ বাঘারপাড়ার চতুরবাড়িয়া বাজার থেকে ৪৩৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এরপর আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসে। ১৬ মার্চ শার্শার বাঁগআচড়া বাজার থেকে আরও ৮০০ বস্তা, ১৭ মার্চ উপজেলার পুলেরহাট বাজার থেকে আরো ৪৬০ বস্তা এবং ঝিনাইদহের কালিগঞ্জ থানাধীন বারোবাজার থেকে ৯২০ বস্তা লোপাট হওয়া সরকারী সার উদ্ধার করা হয়। সর্বশেষ বুধবার ( ১৯ মার্চ) মণিরামপুর উপজেলার জয়পুর গোপের বাজার থেকে আরও ৪০০ বস্তা উদ্ধার করা হয়। আটক করা হয় আরো একজনকে।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁইয়া, সাংবাদিকদের কাছে আরো বলেছেন,এ পর্যন্ত তিন হাজার ১৫ বস্তা সার উদ্ধার করা হয়েছে। যার দাম ৪২ লাখ ২১ হাজার টাকা।

তিনি বলেন, ঘটনা তদন্ত করতে যেয়ে আরো অনেক তথ্য পাওয়া গেছে যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু...