Uncategorized

১৫ মাসে হাফেজ হলো সাড়ে আট বছরের তাহমীদ

| January 11, 2025

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলা শহরে পৌর এলাকার ৭নং ওর্য়াডের বাসিন্দা ব্যবসায়ী মনিরুজ্জামান খান এবং রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা আসমা বেগম সুরমার একমাত্র ছেলে আবুজর তাহমীদ খান পটুয়াখালী দারুল কুরআন ক্যাডেট সিস্টেম মাদরাসা থেকে ১৫ মাসে কুরআন হাফেজ হয়েছেন।

তার বোন তাসমীয়া তাসনীম খান পটুয়াখালী জামিলা খাতুন হাফিজিয়া মাদরাসা থেকে কুরআনে হাফেজ হয়েছেন।

আল্লাহর রহমত এবং সকলের দোয়া থাকলে আবুজর তাহমীদ খান ইসলামিক স্কলার হয়ে ইসলাম প্রচার করবেন এবং তার বোন তাসমীয়া তাসনীম খান আলেম হয়ে কুরআন গবেষণা করা ইচ্ছা আছে। ওদের জন্য দোয়া কামনা করেছেন ওদের মা এবং বাবা।

স্বাআলো/এস

Debu Mallick