Uncategorized

শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা পালিত

| July 8, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপন উপলক্ষে ৭- ১৫ জুলাই পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন শ্রীশ্রী রাধামাধব মন্দির পটুয়াখালী।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে মঙ্গল আরতি, দর্শন আরতি ও গুরু পূজা, শ্রীমম্ভাগবত পাঠ, বিশ্বশান্তি ও মঙ্গল কামনা এবং বিদগ্ধজনের আলোচনা শেষে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কাল থেকে শুরু রথযাত্রা

রবিবার বিকেলে পটুয়াখালী জুবিলী স্কুল রোডস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। এ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় জুবিলী স্কুল রোডস্থ ইসকনের শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রা। এর আগে মন্দিরের হল রুমে ইসকন সভাপতি অধ্যক্ষ শ্রীপাদ দুর্লভ প্রেম দাস ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. কাজল বরন দাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসকনের সাধারন সম্পাদক নিত্যসেবা পরিচালক আহ্লাদ গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম সোয়েব, ভাইস চেয়ারম্যা হাসান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিমুল।

আজ রথযাত্রা, হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ পুলিশের

আরো বক্তব্য রাখেন এ্যাড. কমল দত্ত, এ্যাড. কালাচান সাহা, এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, উত্তম কুমার দাস, ডাঃ জগন্নাথ পাল, গোপাল কর্মকার, সমীর কর্মকার, গৌরী মালাকার, শুক্লা রানী প্রমুখ।

এছাড়াও বিকালে একই ভাবে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে পুরানবাজার অখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দিরের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পুরানবাজার মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গনে শেষ হয় শোভাযাত্রা।

স্বাআলো/এস/বি

Debu Mallick