২৭ জেলায় ভারী বর্ষণ হতে পারে

ঢাকা অফিস: দেশের ২৭টি জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সাথে ১৩ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৬ জুলাই) পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫৩ মিলিমিটার। এ ছাড়া সিলেটে ৩৩, সাতক্ষীরায় ১২, নিকলি ও ডিমলায় ১০, খেপুপাড়ায় ৮, আরিচা, বাঘাবাড়ি ও সৈয়দপুরে ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুরের আটটি জেলা ও সিলেট বিভাগের চারটি জেলা এবং ফেনী জেলাসহ মোট ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর, সৈয়দপুর, ডিমলা ও শ্রীমঙ্গলে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো বান্দরবানে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার, আটক ৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত বিশিষ্ট ব্যবসায়ী...

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীর মিত্র

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের...

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নোয়াখালীর...

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার...