রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: জেলার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় রেজওয়ান (২৪) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজওয়ান কলারোয়া পৌর সদরের পোগিনাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
জানা গেছে, কলারোয়া উপজেলার জামায়াত ইসলামির অফিসের সামনে রাস্তার পাশে থাকা একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। একই স্থানে সাতক্ষীরাগামী মালবোঝাই ট্রাক একটি ট্রাক (ঢাকা মেট্রো -১৫-৭৯৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো ট্রাকের পেছনে স্বজোরে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে মালবোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের ড্রাইভারকে মারাত্মক আহত অবস্থায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর লাশ উদ্ধার করেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাআলো/এস