খুলনা বিভাগ

রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত

| May 25, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোর-মাগুরা সড়কের সাদীপুরে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো একজন।

যশোর-মাগুরা সড়কের সাদীপুরে শনিবার (২৫ মে) (যশোর ট ১১-৬০৫১) লোহার রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়।

এতে ট্রাকের ড্রাইভার নিহত হয়। গুরুতর আহত অন্যজনকে যশোর ফায়ার সার্ভিস উদ্ধার করে যশোর মেডিকেলে পাঠিয়েছে।

যশোরে দুইটি হত্যা মামলার অভিযোগপত্রে চরমপন্থি নেতা শিমুলসহ ২৩ জন

নিহত চালক আরিজুল ইসলাম (৩০) সাতক্ষীরা কালীগঞ্জের ফটিক হোসেনের ছেলে। সে হেলপারের দায়িত্বে থাকলেও তিনিই তখন চালাচ্ছিলেন। আহত মূল ড্রাইভার রবিউল ইসলামের গ্রামের বাড়ি দেবহাটা এলাকায় ছিলেন।

উদ্ধার কাজে চেষ্টা করছে যশোর ফায়ার সার্ভিস, বারো বাজার হাইওয়ে পুলিশ এ বাঘারপাড়া খাজুরা পুলিশ।

খাজুরা ক্যাম্প ইনচার্জ অভিজিৎ সিংহ রায় জানান, ভোর ৫টার আগে এ ঘটনা ঘটে। এ পর্যন্ত একজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে, অপরজনকে উদ্ধারের জন্য সবাই মিলে চেষ্টা চলছে। গাড়ির ভিতর একজন ছাড়া আরো কেউ আছে কিনা উদ্ধারের পর জানা যাবে।

স্বাআলো/এস

Debu Mallick