জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: কোটা সংস্কারের নামে নৈরাজ্য রুখতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধার সন্তানরা।
মঙ্গলবার (১৬ জুলাই) স্থানীয় শহীদ হাসান চত্বরে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুমের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, আবুল হোসেন, জাকির হোসেন, বায়েজিদ আহমেদ জোয়ার্দ্দার, হানিফ হোসেন, জসিম উদ্দিন প্রমূখ।
মানববন্ধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্বাআলো/এস