Uncategorized

পটুয়াখালীতে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা বিতরণ

| July 29, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: দেশব্যাপী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও নৈরাজ্যে কারণে চলমান পরিস্থিতিতে সল্প আয়ের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে পটুয়াখালীতে নিম্ম আয়ের দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কালাম আজাদ।

এসময় দি পটুয়াখালী চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তাফিজুর রহমান (বাপ্পি), দেলোয়ার হোসেন আকন, ফারুক মৃধা, জামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশের কারফিউর চলাকালীন সময়ে সল্প আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হওয়ার কারণে আমরা আজ দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করেছি এবং পরিস্থিতি বিবেচনা করে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

স্বাআলো/এস/বি

Debu Mallick