৭ বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে গুজরাটে গিয়ে পুলিশের কাছে আটক হওয়ার পর দীর্ঘ ৭ বছর গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে রশিদ শেখ ও ঝরনা খাতুন নামে স্বামী-স্ত্রীকে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) তাদেরকে হস্তান্তর করা হয়।

জানা যায়, দালালের মাধ্যমে মার্চ ২০১৮ সালে ভারতে প্রবেশ করেন তারা। পরে গুজরাট অবস্থান করাকালীন গুজরাট পুলিশ কর্তৃক আটক হন। গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদেরকে হস্তান্তর করেছে।

তারা হলেন- রশিদ শেখ (৪০) ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা ও ঝরনা খাতুন (৩২) মণিরামপুর উপজেলার মাছনা গ্রামের বাসিন্দা।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানান, পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে দুইজনকে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...