আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শ্রুতি হাসান সম্পর্কে জড়িয়েছিলেন চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে, তবে সেটা এখন অতীত। তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। বিষয়টি নিজেই স্পষ্ট করলেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৩ মে) নিজের ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে এক ভক্ত বিচ্ছেদের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমার এই ধরনের প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না, কিন্তু আমি এখন পুরোপুরি সিঙ্গেল। আমার এখনই মিঙ্গেল (সম্পর্কে জড়ানো) হওয়ার কোনও ইচ্ছা নেই। শুধু কাজ করবো আর জীবন করবো।’

সম্প্রতি তিনি আরো একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন যাতে লেখা ছিলো, একটা উন্মত্তের মতো সফর ছিলো, নিজের ব্যপারে এবং অন্য মানুষের ব্যাপারে অনেক শিখেছি। আমরা যা যা হতে পারি বা হওয়া প্রয়োজন তার জন্য কখনো দুঃখ পাওয়া উচিত নয়।

জানা যায়, বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর নাকি আলাদা হয়ে গিয়েছেন শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তারা আর একসঙ্গে নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অন্যকে আনফলো করে দিয়েছেন। তাদের একত্রে তোলা ছবিও ডিলিট করেছেন।

শ্রুতি হাসানকে আগামীতে আদিভি শেষের সঙ্গে ডেকোয়েট ছবিতে দেখা যাবে। এছাড়া রজনীকান্তের সঙ্গে তিনি কুলি ছবিতেও কাজ করবেন। সালার পার্ট দুই তো আছেই।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র...

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে...

ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে...

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনার পাশাপশি সারাদেশে বজ্রসহ...