নড়াইলে ইটভাটার মালিকদের নিয়ে আধুনিক উন্নত প্রযুক্তিতে ইট প্রস্ততকরণের লক্ষ্যে পরিবেশ অধিদফতরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) পরিবেশ অধিদফতর নড়াইলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আধুনিক উন্নত প্রযুক্তিতে ইট প্রস্তুতকরণে ইটভাটার মালিকদের কি কি সুবিধা আছে, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আধুনিক উন্নত প্রযুক্তির ইটভাটায় রুপান্তর করা, অবৈধ ইটভাটা বন্ধ করাসহ জ্বালানি কাঠ ব্যবহার না করার জন্যও সভায় বলা হয়। এছাড়াও ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করলে সরকারি বিধান অনুযায়ী কি শাস্তি হতে পারে সে বিষয়েও মালিকদের ধারণা প্রদান করা হয়।
আধুনিক উন্নত প্রযুক্তিতে ইট প্রস্তুত করলে পরিবেশ অধিদফতরের বেস্ট প্রজেক্টের মাধ্যমে স্বল্প সুদে ঋণ নেয়ার ব্যবস্থা রয়েছে বলেও সভায় জানানো হয়।
পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদির সভাপতিত্বে জেলার বিভিন্ন অবৈধ ইটভাটার মালিকরা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস