কালীগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, ইমাম নিহত

| November 25, 2023

লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আবিজ উদ্দিন মুন্সি (৬০) নামের এক মসজিদের ইমাম মারা গেছেন।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবিজ উদ্দিন উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেতগাড়ী এলাকার বাসিন্দা।

তিনি বেতগাড়ী বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রংপুর শহরে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবিজ উদ্দিন। কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় পৌঁছলে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবিজ উদ্দিনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।

স্বাআলো/এস

Leave a Reply