খুলনা বিভাগ

গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা রঘুনাথ খাঁ, সাতক্ষীরা | June 30, 2025

গাঁজা সেবনের দায়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) নওয়াবেঁকী ফেরিঘাটের সামনে থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক দুজন হলেন যশোরের শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামের মনির হোসেন বাপ্পি (২২) এবং শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের আরিফুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নওয়াবেঁকী ফেরিঘাটের সামনে গাঁজা সেবন অবস্থায় স্থানীয় জনতা তাদের ধরে পুলিশকে খবর দেয়।

এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে গাঁজা সেবনের দায়ে বাপ্পিকে ৫ দিন এবং আরিফুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রাপ্ত আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo