যশোরে মাদক ব্যবসায়ীর সাত বছরের কারাদণ্ড

| November 26, 2023

যশোরে মাদক চোরাচালান মামলায় সাবু নামে এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৬ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এই রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত সাবু বেনাপোলের পাটবাড়ি গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে (ঢাকা মেট্রো-ট-খ-১১-৫৮৯১) নম্বর একটি প্রাইভেটকারে তল্লাশি করে ২১৯ বােতল ফেনসিডিলসহ সাবুকে আটক করে র‌্যাব। এই ঘটনায় র‌্যাবের ডিএডি আলমগীর হোসেন কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে সাবুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই কামরুজ্জামান। সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার আসামি সাবুকে সাত বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

স্বাআলো/এসএ

Leave a Reply