নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধন

জেলা প্রতিনিধি, নড়াইল: ভরবো মাছে মোদের দেশ ,গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যেকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ ( ৩০ জুলাই – ৫ আগষ্ঠ ) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) জেলা প্রশাসন ও  জেলা মৎস্য দফতর,নড়াইল এর আয়োজনে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

মাছের পোনা অবমুক্ত শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা ও জেলায় মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য চারজন সফল মাছ চাষী/ব্যক্তি/উদ্যোক্তা/ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভুইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক ,মৎস্য অফিসের কর্মকর্তা,মৎস্য চাষী, হ্যাচারি মালিক,মৎস্য বিক্রেতাসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

এ সপ্তাহে হাট-বাজারসহ গুরুত্বপূর্ন স্থানে মাইকিং এর মাধ্যমে প্রচার, প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য মেলা, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, শিশুদের রচনা প্রতিযোগীতা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান তোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের...

আমরা যুদ্ধাবস্থায় আছি: প্রধান উপদেষ্টা

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ...

যশোরে সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামের...

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...