নিজস্ব প্রতিবেদক: যশোরে সপ্তাহব্যাপী ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ জুন) যশোর টাউন হল ময়দানে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করেছেন। এসএমই কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে দেশের অর্থনৈতিক প্রবাহে নতুন গতি সঞ্চারিত হয়েছে। আগামীতে এটি আরো সম্প্রসারিত হবে।
যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন মাহমুদ, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন ও বিসিকের সভাপতি শাকির আলী সহ প্রমূখ।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা নিয়ে শতাধিক উদ্যোক্তা এ মেলায় অংশ করেন। মেলায় ১০০ শতাংশ দেশীয় পণ্য নিয়ে ৬০ স্টল অংশগ্রহণ করেছেন। আগামী ৭ জুন পর্যন্ত এ মেলা চলবে।
স্বাআলো/এস