আইপিএলে মেয়েদের নাচ-গান বন্ধ: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক | May 14, 2025

ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারো মাঠে গড়াচ্ছে আগামী ১৭ মে। আইপিএলের ১৮তম সংস্করণের বাকি অংশ শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মধ্যকার ম্যাচ দিয়ে। ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

তবে টুর্নামেন্টের বাকি ১৬টি ম্যাচ চলাকালীন উচ্চ শব্দে গানবাজনা, ডিজে বা মেয়েদের নাচ এড়িয়ে চলার জন্য আইপিএল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তার মতে, দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংঘর্ষে প্রাণ হারানো ব্যক্তিদের প্রিয়জনদের প্রতি সম্মান জানাতেই এমনটা করা উচিত।

সম্প্রতি ‘স্পোর্টস টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার এই কথা বলেন। তিনি বলেন, আমি যা দেখতে চাই তা হলো… আমরা প্রায় ৬০টি ম্যাচ ইতিমধ্যেই দেখে ফেলেছি। এখন শেষের দিকের ১৫ বা ১৬টি ম্যাচ বাকি। আমি আন্তরিকভাবে আশা করি, যা ঘটেছে এবং যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের সম্মানে যেন কোনো গান না বাজে। ওভারের মাঝখানে যেন ডিজে চিৎকার না করে।

তিনি আরো যোগ করেন, এসব কিছু বাদ দিন। খেলা হোক। দর্শকরা আসুক। বাকি টুর্নামেন্টটা যেন নিঃশব্দভাবে সম্পন্ন হয়। কোনো মেয়েদের নাচ নয়, কিছু না। কেবল খেলা হোক — এটিই হবে সেই পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানানো যারা তাদের আপনজন হারিয়েছে।

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বিসিসিআইয়ের টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্তকেও সঠিক বলে সমর্থন জানিয়েছেন। তার মতে, সেই সময়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খেলাধুলার কোনো স্থান ছিল না। গাভাস্কার বলেন, স্থগিত করার সিদ্ধান্তটি হঠাৎ এসেছিল, কিন্তু পুরোপুরি সঠিক ছিল। কারণ সেই সময়ে যে পরিস্থিতি ছিল, সেখানে খেলাধুলার কোনো জায়গা ছিল না। তবে এখন যুদ্ধবিরতি হয়েছে, তাই তিনি মনে করেন টুর্নামেন্ট আবার শুরু হবে।

স্বাআলো/এস